অভাবী
----------
--নজরুল ইসলাম খান


লোকটার কাছে  কোন  অর্থ  নাই ।
তারপরও  কিছু চায় না।
টাকা চায় না, খাবার চায় না।
বাড়ি চায় না, গাড়ি চায় না।
ভোট চায় না, জোট চায় না।
সম্মান চায় না, ক্ষমতা চায় না।
লোকটা হয় তো চির অভাবমুক্ত।


আর আমরা!
সারাক্ষণ চাইতেই থাকি ।
গাড়ি চাই, বাড়ি চাই,
এসি চাই, ফ্রিজ চাই।
সুদ চাই, ঘুষ চাই,
নারী চাই, মদ চাই ।
আরো কত কী চাই।
আমরা  নিদারুণ অভাবী।
সাহারা মরুভূমির মতো
অভাব আমাদের শেষ হতে চায় না কখনও ।


২৭/০৪/২০২৪
টুটপাড়া, খুলনা