ওয়াদা
মোহাম্মাদ নজরুলইসলাম শেখ
চাঁদকে সাক্ষী রেখে ওয়াদা করে ছিলে
চাঁদ কথা বলতে পারেনা দেখে খুব সহজে তুমি আমাকে ভুলে গিয়েছো,
নদীকে সাক্ষী রেখে ওয়াদা করে ছিলে
নদী মাঝেমধ্য গর্জন করে  তবে
বলতে পারে না ভেবে তুমি ওয়াদা ভঙ্গ করেছে।
তরুলতাকে সাক্ষী রেখে ওয়াদা করেছিলে
তরুবনে ফুল ফোটেনি ভেবে  তুমি কত সহজে  ছলনা করেছো,
আমি না হয় তোমার মিথ্যাটাকে সত্য ভেবে চিরকাল ভালবেসে যাবো,
আমি না হয় তোমাকে ভালবাসার অপরাধে কষ্ট নামের পৃথিবীটা বুকে লুকিয়ে রাখবো।
হয়তো বা কান্নার স্রোতে শেওলা হয়ে ভেসে ভেসে দুরে কোথাও একদিন থেমে যাবো,
হয়তো বা কখনো কোনদিন তোমার মত ওয়াদা ভঙ্গ করতে পারবো না।
তবে বিশ্বাস করি যদি কখনো ভুল করে আমায় মনে পড়ে
সেদিন তুমিও আমার মতো কাঁদবে  আমার মতো কাঁদবে।