আমার মিরর ওয়ার্ল্ডে সব কিছু এক রকম না
সেখানে বৃহস্পতির বলয় নেই
গ্যালাক্সি খুব বড়ো নয় আমার দুনিয়ায়
সেখানে ৩ টি চাঁদ উঠে
সকালেও সূর্য ২ টা ওঠে তবে একটা নিরুজ্জল
আমার বিশ্বে সক্রেটিস অমর
কিন্তু নিউটনের কোন নাম গন্ধই নেই
কবিরা সেখানে সবথেকে সম্মানীয় ব্যক্তিত্ব
গল্পকারেরা বিচরণই করে না মিরর ওয়ার্ল্ডে
সেখানে গোলাপ নেই, তবে ঘাস ফুল আছে
স্বপ্ন সেখানে চাইলেই সত্যি করা যাই
আমার মিরর ওয়ার্ল্ডের নামটাও অদ্ভুত
তবে আমার মতে সুন্দর "ইরিনেমা"
আমার পৃথিবীর নাম টা আমিই রেখেছি
আমার সব স্বপ্নকেও সত্যি করেছি
খুঁজে পেয়েছি অনিকেত প্রান্তর
নজরুল তেতাল্লিশে কণ্ঠ হারায় নি,
১২৩ বছর শুধু বিদ্রোহ রচনাই করে গেছে
মহাবীর আলেকজান্ডার খুব অসুস্থ, তবে মরে যায় নি
তাকে আলাস্কায় ইগলুর ঘর বানিয়ে দিয়েছি
সম্রাট অশোক হত্যাকাণ্ড ছাড়াই শান্তির পথ পেয়েছিলেন
আমার ধরণিতে বালিকারা সর্বদাই মুগ্ধ
সাধারণ বিশ্বের মতো Gender Racism  এখানে পৌছোয় নি
যুদ্ধ এখানে হয় তবে শুধু হাডুডু খেলার মাঠে
যেখানে পুতিন মুষ্টিযুদ্ধ শেষে ঠিকই ট্রাম্পের সাথে বুক মেলায়
আইনস্টাইন আমাকে উৎসাহ ই দেয় নি শুধু
Mc To The Power 2 = E ভুলও প্রমাণ করেছেন
যার ফলে সময়কে ফাঁকি দিয়ে আমি তাকে ধরে এনেছি
অবশ্যই আমার প্রিয় মানুষ গুলোকে
একজন বিশেষ মানুষ ও আছে
তার নাম বলবো না, চাইলে কেও খুঁজে নিক
আমার সাজানোর পৃথিবীর নামে।
কেও একজন আছে একমাত্র যাকেই আমি আমার দুনিয়ায় খুঁজে পাচ্ছি না
তাকে স্বপ্নেও দেখা যায় না, তাই সত্যিও করা যায় না।
বিশেষ মানুষ টিকে ধরে আনার কথা মিথ্যে ছিলো কিন্তু!
তাকেই খুজছি, যার মহিমায় আমার দুনিয়ার নাম রেখেছি!
কোথায় ইরিনেমা এর রহস্য উন্মোচন কারি বালিকা?
যাকে স্বপ্নে দেখা যায় না, শুধুমাত্র তাই, শুধু মাত্র তার জন্যেই,
ইরিনেমা আমি কাওকে দিই না।
কারণ ইরিনেমায় আমি তাকে খুঁজে পাই না,
এবং মিরর ওয়ার্ল্ড থেকে ফিরে আসি বাস্তবে।
কঠোর, অত্যন্ত নিষ্ঠুর এই বাস্তবতায় তাকে পেতেই ফিরে আসি।
তবে প্রতিরাতে ইরিনেমা থাকে আমার কাছে,
পর্দা সরালেই চলে যাই, এবং মুহূর্তেই ফিরে আসি
তাকে খুঁজতে, বিশেষ মানুষ টিকে, যাকে, একমাত্র তাকেই ভালোবাসি।
তাকে খুঁজে পেলে হিংস্র বাস্তবের এই পৃথিবী হতে,
ইরিনেমায় চলে যাবো মাঘের শীতে।
মাটি দিয়ে ঘর বানিয়ে, ম্যাপল পাতার ছাদ দেবো!
সামনে নিয়ে আসবো ব্রক্ষ্মপুত্র, পাড় থাকবে মার্বেলে বাধানো।
দুটো পেঙ্গুইন পুষবো, আর গভীর রাতে যখন সে বায়না ধরবে,
আমার ঘুম আসছে না....
জন লেজেন্ডের All Of Me শুনিয়ে ঘুম পাড়াবো তাকে।
গায়ে দেবো তারা দিয়ে বানানো কাথা।
আর বিছানা হবে জোছনার তৈরী!
আধার ভয় পায় বলে,
জোনাকি দিয়ে পাখা বানিয়ে বাতাস করবো।
ভোর হলে যখন সে মার্বেলে বসবে,
তার কোলে মাথা রেখে এবার আমি ঘুমাতে পারি।