সময় এখন
ভেবে নাও এর পর আর হয়ত নয় ...
মেরুদণ্ড ধনুকের আকার ধারণের শেষ সীমায় দাঁড়িয়ে ।
তাই আর সময় নেই
যা করার এখনই ......
নইলে হয়ত মাথা উঁচু করে পথ চলা হবে না কখনোই ...
আসলে আমরাই
পথ করে দেই সব নষ্টামির
মেনে নিয়ে সব অহেতুক যুক্তির ভ্রান্ত বিলাস
অথবা কিছুটা নিরাপত্তার স্বার্থপর অভিসন্ধিতে
নিজেকে সুরক্ষিত রেখে পথ করে দেই ভাঙ্গনের
হায় !
ভুলে যাই ভাঙ্গনের নেই কোন সীমারেখা ,
তারপর ,সেই এক গল্প
সন্ত্রাসের শেষে যা বিধে থাকে আমাদের প্রাণে
দৃশ্যের আড়ালে দাউ দাউ জ্বলন্ত চিতায় বা কবরে
হত্যা নামক মৃত্যুর বিষাদে বিধে থাকে প্রশ্ন ভুল সহযোগিতার ...
বারবার ঘটে এই
বারবার ভুলে যাই
আর পা বাড়াই সেই ফাঁদেই
গোপন চিন্তার বিভেদ সন্ত্রাসেই
আসলে আসলটাই ভুলে যাই
ঠিক ভুলি তা কিন্তু নয় ,...
ভুলিয়ে দেয় অথবা গুলিয়ে দেয় , করে আমাদের মগজ ধোলাই ,
উপায় খুব কিছু কঠিন নয় শকুনের
আমাদের ভুলোমন সহজেই ভুলে যায় একটু ধর্মের সুড়সুড়িতেই
তারপর আর কিছু নেই বোধ -বুদ্ধির ,শিক্ষার বা দৃষ্টির সীমানায় ...
না ভাই
না বন্ধু , আত্মীয়-স্বজন প্রতিজন আর পরিজন
থাকে শুধু এক অশুদ্ধ মননের অন্ধকার বিভাজন ...
উপসংহার তার ,
ছোট চোখের আড়ালে গড়ে উঠা বিদ্বেষের মারণ-খেলা ...
কালো ধুঁয়া আবৃত অলিগলি পথঘাট প্রতিজন আর ...।শিশুমন ,
আর নয় ,
সময় এখন দাঁড়ানোর সত্যের মুখোমুখি
ঝেরে ফেলে সব ভয় কল্পনার
গড়ে নিতে এক সভ্যতার
বর্ণ-গন্ধ -ধর্ম -জাতি হীন এক মানবিক সমাজের ...