আমার বিগত রাত্রি গুলি আগত রাত্রির দিকে হাত বাড়ায় ...
হয়ত আশায় অথবা গভীর হতাশায়
জানি ,প্রান্তর ঢেকে আছে কুয়াশায়
আর তার পর্দায় আঁকা আছে ঈশ্বরের অবোধ হাসি ,বরাভয় হাত ...
যতবার দেখি ,ঠিক ততবার অস্বতির এক শিহরণ শিরদাঁড়া বেয়ে নেমে যায়
কারণ সেই হাত অথবা হাসি মনে হয় নিমিত্ত এক প্রস্তুতির স্তুতি বরাভয়
হয়ত প্রবজন থেকে আর এক প্রবজনে
হারানোর নতুন এক চিত্রনাট্যে
আরও ক্ষুদ্র করে দিয়ে আমার চলনের পথ ,-রুদ্ধ করে দিয়ে সূর্যের আলোক
আমাকে শৃঙ্খলিত করার এক প্রয়াস ...
এইতো হয়ে আসছে ,সেই ভাঙ্গনের হাত ধরে কৌশলে ...
সময় সব জানে স্থাবর অথবা অস্থাবর এই চৌষট্টির ঘরে
রাজা,মন্ত্রী হাতি , ঘোরা ছেড়ে আমরাই তো আজ পণে ,তাই
ঠেলে দাও জ্বলন্ত অঙ্গারে মুছে দিয়ে পূর্ব ইতিহাস ,লিগ্যাসি ডাটা ...
কারণ আমরাই আজ ,তাই মনে কর বিন্যাসে আনছি অস্থিরতা
আর এর স্থিরতায় কুট কৌশলে মানে ছলে বলে মগজে আনছ বিভাজন
এই যদি মানবিক দৃষ্টিকোণ
তবে আমি চেয়ে নেব পশুর জীবন ...