আমার আছে ভাঙ্গা দেয়াল ,
এক চিলতে উঠোন আর
শতাব্দী প্রাচীন এক গাছ
একটু ঝুঁকে স্নেহে আদরে
আমাদের নিয়ে সুখে দুখে ...।


কোন অবস্থান ,তার থেকে
আমাদের দূরে নিয়ে যেতে
যদি আসে ভ্রান্তির আড়ালে
তবে, নীরবতা ফেলে দিয়ে
দাঁড়াবো হুঙ্কারে সেই পথে ...।,


বিভ্রান্তির আড়ে , আমাদের
বেঁধে নিতে দেবোনা আবার ।
একবার ভুলে বেসামাল
দ্বিখণ্ডিত জাতি সত্ত্বা আর
কলুষিত ভ্রাতৃত্বের সেতু ...


আর নয় কোন মিথ্যাচার
এবার সময় আমাদের
দৃপ্ত স্বরে ভয়হীন কণ্ঠে
একসুরে গেয়ে উঠা গান
ফেলে দিয়ে জীর্ণ খতিয়ান