রাস্তার পাশের জানালাটা খোলা
ভেসে আসছে অনেক স্বচ্ছ - অস্বচ্ছ কথা
গাড়ীর হর্ন ,বাঁশির শব্দ , রিং টোন আর
ঢাকের বোলে ,ধূপের গন্ধ
আনন্দ ...
আমি জানালায় দাঁড়িয়ে ...
দূরে বিন্দু বিন্দু নিভু নিভু আলো পাহাড়ে
রাত্রি নামছে শহরে
রাত্রি নামছে যেমন নামে রোজ
শুষে নিয়ে সন্ধ্যার আবেগ চঞ্চলতা ...
রাত্রি নামছে
ঢাক বাজছে
ধুপের গন্ধে ঢেকে যাচ্ছে আর্ত জনের ভাতের গন্ধ ,-পরিচয়
রাজপথের পাশেই আরও অনেক রাস্তা ,গলিপথ ,শূন্যপথ আলোহীন
চেয়ে থাকে ভাঙ্গা দৃষ্টি নিয়ে শুধু ভাষাহীন প্রত্যাশায়
হয়ত আশায়
আসলে নির্মান দৃষ্টিসূখের শুধু উচ্চবিত্তের
আর যারা কাছাকাছি মাটির ... আছে
তাদেরও আছে সুখের দৃষ্টি চোখের বৃষ্টি ধারায়
বিত্তহীন অ-সুখের নাম না জানা কোন এক সীমানায়
ফুটপাথে , খোলা আকাশের নীচে ঢাকের বাদ্য যখন ভাতের হাড়িতে
অথবা বৃষ্টিতে ছেড়া কম্বল কাঁথার উত্তাপে প্রায় চর্মহীন স্পর্শে ...
দেখছি আমি
দাড়িয়ে এই খোলা জানালায় আগমনী বার্তায়
ধুপের গন্ধে ,
ঢাকের বোলে
বিত্তের অহংকারে
কি ভাবে ঢেকে যায় আমাদের মানবিক মুখ গুলি অবলীলায়
আজ ষষ্ঠী
রাত্রি নামছে আগমনী কথায়
দূরে দৃষ্টির অগোচরে ছেড়া কম্বল সভ্যতায় ঘুমায় ...