অন্যকথা , হ্যাঁ এবার অন্য কথাই বলি
যোনি পথে খুজে পাই শ্বাশত সংগীত
যা স্বচ্ছ এবং শ্যামল ...
সব কর্মের প্রভাসিত সেই পথে
এই লাঞ্ছিত যুগেও
অনাবিল শিশু হাসি নির্মল এনে দেয়
শুনি তার ধ্বনি নিকষা এই সময়ে
প্রথমের মতই দিয়ে যায় শব্দ মাতৃত্ব
ছুড়ে ফেলে সব কৌশলী ব্যবহার...
অন্যকথা , যদিও স্তব্ধতা সততা
শুধু এক যোনি গন্ধে শিকড়ের সন্ধান
খুজে নিতে এই এখনও যুযুধান
আমাদের মননের ধোয়াসা নির্মান
সেই পথে ...শতাব্দীর পদধ্বনি
এখনও ঠিক সেই প্রাচীন সংস্কারে
বেজেচলে সময়ের নীরবে ...
তার নেই পরিবর্তন আধুনিক ।।