নপুংসকের আড়ালে প্রতিবাদী উচ্চারণ আকাশে হারায় ...
ধর্মের অন্ধ গলিতে শ্যামল বৃক্ষরা মিউজিয়ামে দাঁড়ায়


কে জানে ঈশ্বর কার ? অবশ্যই সর্বহারা নিপীড়িতের নয়
তাই তার এত শীত-ঘুম , রক্ত রঙিন অবোধ পাড়ায়


আর মানুষের ,যদিও মানুষ বলে নেই কিছু আজ সভ্য সমাজে
তাই পিঠের চামড়ায় পরতের পাহাড় ,বধির কান আওয়াজে ...


বিবেক আর বুদ্ধির দরজায় ,ঝুলছে বুঝি আজ ধর্মের তালা
শিক্ষা -দীক্ষার পথে তাই ঢাকা থাকে অন্ধকার নামক রং কালা


আমি আছি আর আছো তুমি  দাঁড়িয়ে দুই  মুখি পথে
বাক-বিতণ্ডায় সময় যায় ,মোক্ষ দূরে ,ফিরি শূন্য হাতে ।


আসলে ঈশ্বর এক ,ইচ্ছায় সে তার বহুরূপ ধরে
বুঝিনা তাই মূর্খ আমি থাকি সেই অন্ধকারে ।