বাইরে গুরুম ..
.ঘরের ভিতরেও ,-
আমি নিরাপদ আশ্রয়ে ,আঁচলে
পায়ে পায়ে ঠোকাঠুকি
তারপর মুচকি হেসে বলি ,থাক ছেড়ে দিলাম আমি শান্তিকামী ...
আসলে নপুংসক খন্ডিত মনোভাবা আগাছা
বিভেদের প্রশ্রয়ে শান্তিকামি ...
অথবা প্রানভয়ে ...
কিছু কেন্দ্রিত মানুষের ভীত আস্ফালন এই ...
আসলে মানবিক দৃষ্টিতে
যতদূর দেখি
শান্তির টিকিটাও নেই
তাই বলে শান্তি চাইব না তা কি হয়
চাই ত শান্তি চাই চাই -চাই
তবে কি না একটু অন্যপথে ...
মানে এই ... এসো মেরে ফেল আমাকে ... আমার পরিজন
আর আশে পাশে আছে যত ...
না ভয় নেই কিচ্ছুটি বলব না আমি ...পাল্টাও নয়
আমি শান্তিকামি ।।
শান্তি কে বুকে নিয়ে শেষ হয়ে যেতে পারি
তারপর আমি নেই ,ভয় নেই
কেউ নেই ............
থেকে যাবে শুধু শান্তি সহজিয়া পথ এই ।