সময়ের গায়ে বিন্দু বিন্দু লেগে থাকে আরো অনেক সময় ,
আর সেখানেই ভ্রান্তির অন্ধকারে আমাদের যাপন ...
হায়! ভুলিগুলি মেপে যায় তার নিজস্ব নিয়ম ।।
আমাদের সময়ের ঘরে ধারাবাহিক থেকে যায় , বিরুদ্ধ কিছু সংস্কার
একটু দূরে দাঁড়িয়ে বাস্তবের সূক্ষ্মতার
আসলে এই সব দৃষ্টি ভুলের নান্দনিক উপহার ঃ
যা দেখি , তা দেখি শুধু আমার সময় সীমাতেই
তাই সীমাবদ্ধতা এই ,
নইলে দৃষ্টির সীমানা পেরিয়ে ,দেখতে পেতাম ঠিক
অন্য এক সময়ের উঠোন , সমান্তরাল আরো বহু ব্যবহারিক জীবন
উজ্জ্বল হয়ত অনেক বেশী আমাদের সময়ের উজ্জ্বলতা থেকে ,...
এমন তো নয় যে দেখিনা , আসলে দেখি সব কিন্তু,
চিন্তা বিশ্লেষণ অপরাগ , সে থকে যায় দৃষ্টির সীমা রেখায়
ভেবে নিয়ে এই বোধ , তারপর আর কিছু নেই ...
আসলে এমন নয় ,
আছে আরো অনেক প্রাণ সৃষ্টির দৃষ্টির বাইরে আমাদের সময়ের ...
আমি , তুমি যা দেখি , তা যতটুকু ঠিক , যা দেখিনা তাও ততটুকু ঠিক
আর এই দেখা না দেখার ভ্রান্তি ...
স্থবির করে রেখেছে সব সত্য ।।
তাই গোপন থেকে যায় আমাদের শরীরে ছুঁয়ে থাকা অন্য সময়ের গন্ধ