মন না চাইলে যেমতি সাড়া দিতে পারিনা তোমার ডাকে
কাব্য ভাবের বর না পেলে কবিতা পারিনা রচিতে
রাত্রির তিন প্রহর কেটে রবি উঁকি দেয় পূর্ব গগণে
বিচ্ছিন্ন কিছু বিমূর্ত ছবি তখনো হোলি খেলে মনের আকাশে
কিছুতেই যেন জোড়া লাগেনা ভাবনার ক্যানভাসে কোন এক ছন্দে ।
আমি হতে পারিনে কোন এক স্বভাব কবি; ভাব হীন কবিতা রচিয়ে
কবিতার খাতা পড়ে থাকে পাছে; আমি বসে থাকি ভাবনার আশে;
যবে হবে ভাব সদয়; ভিখারিরে যদি দেয় বর, তবেই ফিরে আসি তব মন্দিরে
আমি নয় কবি, তবে লেখি; ভাবনার জগত উদয় হলে ।
যখন তখন লিখতে বলোনা ওগো মোর প্রেয়সী; বার্তাতো আসে ওপার হতে
নেই মোর কোন সম্বল; আমি শুধু লিখে যাই, তারই আজ্ঞাতে ।
ভাবনাই আমার সব, ভাবনাই আমার কাব্য; আমি তারেই খুঁজি
যা কিছু রচেছি, অবদান সব কিছু তারই ।