আকাশের চেয়ে অনেক দ্রুততম সময়ে
রঙ বদলাও তুমি নিমিষে-
কখনো অযাচিত লাল
আবার অকারণ নীল ।


বায়বীয় পদার্থের মত মিশে যাও বাতাসে
কখনো জলের মতো ঠিকানা খোঁজ পাতালে
আবেষ্টনী তৈরি কর আমার চার পাশে কদাচিৎ
আমি কিন্তু মোহান্ধ থেকেছি, হয়ে চিরহরিৎ ।