তোমার বুকে মাথা গুঁজিয়ে কতো যে সুখ লুটে নিয়েছি
পরিসংখ্যান দিতে কভু পারিনি --


অবোধ বলে পরিমাপও করতে পারিনি কখনো
নয়তো জানা নেই সুখদুঃখের সংজ্ঞাটাও


চোখ খুলে দেখেছি অবারিত সবুজের সমারোহে
রাশি রাশি জলরাশি করিছে খেলা অকূল পাথারে


সোনালি ধানের ক্ষেতে কৃষকের অমলিন হাসি
তোমার দানের পেয়ালা অধিকার বলে হরণ করেছি!


শেঠিদের আঙিনায় এসে বারবার থমকে দাঁড়িয়েছি
দেখি বলেনি কেউ তোমার মতো করে ভালোবাসি


পাইনি খুঁজে অনুপরিমান ভালোবাসা তোমার তুল্য হতে পারে !
মা, ক্ষম তোমার অবোধেরে ।