অতটা মিথ্যেবাদী হতে পারিনি বলে বলা হয়নি-
তোমাকে ছাড়া জীবনটা অচল!
স্বপ্ন বুনেছিলাম পলি মাটি সমেত এক উর্বরভুমিতে
তবু অর্কিডের মত ঝুলে ছিল তোমার সেই সংকীর্ণ বৈঠকখানায়!


শ্যামলিমার শ্যামল আঙিনায় এখনো সতেজ আছি বেশ
পাথারের ওপার থেকে এখনো ধ্বনি আসে - জীবন অতটা ক্ষুদ্র নয়
খোল খোল নোঙর, তুলে দাও পাল বিশাল সমুদ্রসীমায়
ভোরের রবি দিয়েছে হাতছানি; চেয়ে দেখ অবারিত পান্থ রেখা
মিশে যাও জগত মাঝে; দেখিবে সবাই বাড়িয়েছে হাত তোমার বন্ধু বেশে ।