সরণের পশ্চাতে থাকি তব, অতন্ত্র প্রহরী হয়ে
তাক ধিনা ধিন; তান লয় সুর সবই বাজে তবে নিঃশব্দে,
জলোচ্ছ্বাসের মতো ভেসে যায় সব আবেগ অনুভূতি
রঙিনস্বপ্ন; ধুসর করে তোলে ঝড় প্রলয়ংকরী ।।


আমি আমাতে হারাই অহর্নিশ; আবার আসি ফিরে
যাক বেলা; যাক কেটে আছি অতন্ত্র প্রহরী হয়ে,
আমার প্রেমের শিহরণ, থাকুক মম হৃদয় পটে
অনেক তারার মাঝে, আছি ঐ দূর আকাশে ।।