বৃষ্টি!
তুমি আর এভাবে ঝরে যেওনা।
সে তো অভিমানে অনেক দূরে দাঁড়িয়ে।
আমার হাত ধরে আর তোমার কাছে আসবে না।
তুমি থেমে যাও!


আমার কষ্টেরা বইতে শুরু করেছে,
বিন্দু বিন্দুতে যেন তীক্ষ্ন ধারালো সুচ।


তোমার মত করে যদি আমার কষ্টগুলোও হারিয়ে যেতো!
আমার অপরাধ গুলো যদি মুছে যেত!
তবেই হয়ত সে আমার হাতটি ধরে তোমার সাথে মিশে যেত
তোমার সাথে মিশে গেলে হয়তো আমার কষ্টেরা কিছু ঝড়তো
কিন্তু আমার অপরাধেরা তো আরও বেড়ে যাবে।
তাই তোমার সাথে মিশে যাব না।


এই তুমি!
আমার চোখের সামনে ভেসে উঠছে তোমার ভেজা চুলগুলো
মনে পরছে হাতে হাত রেখে বৃষ্টি ভেজা সেই পথের স্মৃতি।
আরও মনে পরছে অভিমানে তোমার নিরব পথচলাকে।


তুমি এখন বৃষ্টির দিকে তাকিয়ে কি আমাকে ভাবছো?
নাকি ভিজে যাচ্ছ অন্য কোন হাতে হাত রেখে।
আমি কিন্তু তোমারই অপেক্ষায়
তোমার হাত ধরে বৃষ্টিতে ভিজে যাব বলে।