হারানো বালিকা
বারংবার হারিয়ে কোথায় যাও আড়ালে?
অপেক্ষার সংখ্যা দিয়ে যাও ধরিয়ে।
একদিন, দুইদিন, কতদিন থাক তুমি চুপটি করে,
বারংবার তাকিয়ে থাকি একটু হয়তো তাকাবে।
হঠাৎ একদিন আসো তুমি যাই আমি ঘাবড়িয়ে।


হারানো বালিকা,
যতবার দেখি তোমায় বিশ্ময় বাধে শিকলে।
হাজারোবার দেখি একজন তোমাকে।
আরও তোমাকে চাইতেই আবারও যাও তুমি হারিয়ে।
কি ক্ষতি হয় যদি থাক সব সময় পাশে?


হারানো বালিকা,
ইচ্ছে করে তোমায় নিয়ে ঘুরে আসি মঙ্গলে,
ইচ্ছে করে তোমায় নিয়ে ভাসি আকাশে মেঘের তালে।
ইচ্ছে করে তোমার মনটাকে বেধে রাখি আমার মনের শিকলে।
আরও ইচ্ছে করে ভালোবাসি তোমাকে মনের রঙ্গে রাঙ্গিয়ে।


রূপবতী বালিকা,
তবুও অপেক্ষার পর ভালোই লাগে হঠাৎ করে ঘাবড়ালে।
যদি যাও চিরতরে হারিয়ে শূন্যতার চোরাবালি নিবে আমায় তলিয়ে।
হয়তো বিরক্তিকর আমি বারবার ডাকি তোমাকে,
তুমি ভালো থাকো তোমার ইচ্ছের শহরে।