জীবনের নাট্যমঞ্চে আজ আমি একজন অভিনেতা
কষ্টগুলোকে ঢেকে রেখে হাসি মুখে বলছি আমি সুখি।
আমি নেমে যেতে চাই এই নাট্যমঞ্চ থেকে।
আমি চিৎকার করে বলতে চাই আমি সুখি নই;
ব্যথার আঘাতে আঘাতে জর্জরিত আমি, শুধুই তোমার জন্য;
তারপরও তোমাকে এতটুকুও অপবাদ দেইনি।
নিজের গড়ে তোলা নাটকে আর থাকবো না,
স্বাধীন একটা জীবনে চলে যাব।
যে জীবনে কোন মঞ্চ থাকবে না,
যেই জীবনে কষ্টেরা আঘাত করবে না,
স্মৃতিরা পিছু নেবে না,
যে জীবনে তুমিও থাকবে না।


অভিনয় করতে করতে জীবনের সবকিছুই হারিয়ে ফেললাম;
তবুও জীবনের নাট্যমঞ্চ থেকে নামতে পারলাম না।
এও জানিনা কখনো নামতে পারব কি না।
স্বার্থ বুকে নিয়ে নিঃস্বার্থ সেজে এগিয়ে যাই সবার কাছে,
স্বার্থ শেষেই বিদায়।
এ নাট্যমঞ্চ থেকেই “স্বার্থ” হারাতে চাই।
ফিরে পেতে চাই সেগুলোকে যেগুলো হারিয়েছি।
কিছু কষ্ট, কিছু স্মৃতি, কিছু সুখ;
কখনো কখনো হারাতে চাই, অথচ এগুলো হারাবার নয়।
তবুও হারিয়ে গেল এই নাট্যমঞ্চ থেকে।
স্বার্থটাই রয়ে যায় আমার ভিতর আমার অজান্তে।
শুধু নিঃস্বার্থ ভাবে জীবনের উপর দাঁড়িয়ে বলছি;
আমি তোমাকে ভালোবাসি
অভিনয়ের সংলাপ নয়, আমার লুকিয়ে থাকা একটু নিঃস্বার্থতা।