খবর,খবর...চারদিকে রব;
রাস্তার পাশে,ডাস্টবিনের ভেতর,
পড়ে আছে লাশ!
লাশ কোথায়,এত জীবন্ত এক শিশুর কান্নার আওয়াজ।
খোঁজ্ চারদিক,কে ফেলে গেছে এই নিষ্পাপ শিশুকে..
কার দায় পড়েছে বল এত
ঠাঁই দেবে নবজন্মা এই প্রাণের স্পন্দনকে!
কি দোষ তবে এই নিষ্পাপ প্রাণের
কেউ কি খোঁজে বল
এর নেপথ্যের কাহিনীটাকে!
কাহিনীকার লিখে যায় কাহিনী
মনের মাধুরী মেখে,
আর সেই শিশুটা উপাধি পায়
পথশিশু বলে!
এর নাম কি সভ্যতা তবে
হায়রে মনুষ্যত্ব....আর জন্মাবে কবে!


তানিয়া তাসনীম।