মা তোমায় খুব মনে পড়ে,
যখন একা থাকি এ অন্ধকার ঘরে।


মা তোমায় কত ভালোবাসি,
বুঝি তোমার অভাব  দূরদেশে যবে আছি ।


অসুখের রাতে পুড়ে কপাল যখন খুব জ্বরে,
ছেলে তব স্নেহে শীতলতা স্পর্শের অভাব অনুভব করে।


যখন ছিলাম কোলে তোমার আঁচলের ছায়ায়,
বুঝিনি তোমার মায়া অভাব মা গো ভালোবাসায়।


থালা ভরা ভাত বেড়ে মা তোমার আদরের ডাক,
অনুভব করি মা গো তোমার অভাব।


কতদিন খেতে পাই না গো তৃপ্তি করে,
তোমার হাতের রান্না সুস্বাদু সকল পেট ভরে,


তোমার চেয়ে আপন কেউ নেই মা এই ভুবনে,
শত প্রণাম জানাই তোমার ওই দুই চরণে।


মা পাখি, ছানা আদর করে ঠোঁট নেড়ে,
ভাবে না সে ছানা একদিন যাবে উড়ে তাকে ছেড়ে ।


কিন্তু আমি বার বার আসব তোমার টানে ফিরে,
তোমার স্নেহের গড়া মা গো ভালোবাসার নীড়ে।