পাখি যদি আমি হতাম ভুবন মাঝে
উড়ে বেড়াতাম মহা আনন্দে,
সুখের পেছনে ছুট্টে যেতাম দূরে
দুঃখ তাড়াতাম মন সানন্দে।


নীল আকাশের মাঝে উড়ে উড়ে
বন্ধু-সুহৃদ দের সাথে নিয়ে,
চাঁদের সঙগে যেমন তারার মিল
শুধু প্রেম আর মায়া-ভাব দিয়ে।


এক সাথে মিলে খেতাম খাবার সবে
সকল হিংসা-বিবাদ ছাড়িয়ে,
মিলে মিশে থাকতাম আজীবন
ভালোবাসা মাখা হৃদয় বাড়িয়ে।