আমি ফিরে যেতে চাই সেই দিন গুলিতে,
যেই দিন কুঁড়ি শিখে ছিল নিজে মেলিতে ।


রৌদ্র বৃষ্টি ঝড়ের পরোয়া না করে ,
ছুট্টে যেতাম কিভাবে বিদ্যার তরে!


জানতাম না যে ভয় বলে কাকে?
চিনতাম না যে পরীক্ষা নামে যম কে!


আমি ফিরে যেতে চাই সেই দিন গুলিতে,
হিংসা নয় আড়ি-ভাবেতে ছিলাম যে মেতে।


হঠাৎ এসেছে এ কোন নির্মম ঝড়,
ভেঙ্গে দিয়েছে আমার সাজানো ঘর।


চাই আমি চাই, সেদিন নিকটে পেতে ,
হৃদয়ে কান্না পারিনাতো চেপে যেতে ।


আমি ফিরে যেতে চাই সেই দিন গুলিতে,
চাই কুঁড়ি হয়ে নতুন জন্ম নিতে।