চোখে জল এলে মেঘ করুক বলবো
বুক ভরা ব্যথা  আমি বৃষ্টিতে চলবো,
অশ্রুজল মিশে যাবে বৃষ্টি জল সনে
যত ব্যথা আছে সব চেপে যাব মনে।


প্রেম এই মনে আমি কখনো জানি নি
তোমায় লেগেছে ভালো তবুও বুঝি নি,
যখন পড়েছি আমি গলে প্রেম মালা
বুঝলাম আমি তাকে কত বড় জ্বালা।


প্রেমে পরে নাকি লোকে প্রেম কবি হয়
শুনেছি মানুষে নিত্য এই কথা কয়,
আমি জানি নাকো কেন লিখছি কবিতা
হৃদয় গগনে তুমি আমার সবিতা।


তবু আমি ভালোবাসা চাই গো তোমার
তুমিও কি গলে মালা দেবে গো আমার?
আত্নার সম্পর্ক আজ দুজনার তাই
শত ব্যথা সহে আমি তোমাকেই চাই।।।