সেদিন থেকে তোমার তো অপেক্ষাই করে চলেছি,
যেদিন ঝিরি বৃষ্টিতে মনে মনে ভালোবাসার কথা বলেছি।


তখনো জানতে দেইনি গো মনের কথা তোমাকে,
অপেক্ষা  করেছি কবে তুমি ধরা দেবে নিজে থেকে।


সত্যি বলছি যখন বুঝেছি তোমার মনও খোঁজে আমাকে,
তর সয়নি  দিয়েছি বলে ভালোবাসি গো তোমাকে।


সেই শুরুতে ভেবেছি তুমিই আমার ভালোবাসা হয়ে রবে,
কাছে না পেলেও  সর্বক্ষণ থাকো  তুমি আমার মনে নীরবে।


হাতে হাত রেখে হেঁটে বনের পথ, ধান ক্ষেতের আল ধরে,
বুঝিনি সকাল হতে দুপুর-দুপুর হতে বিকেল হয় কি করে।


কত সুখস্বপ্ন মনে বুনেছি তুমি আমি শয়নে,
মনে পড়লে আজকে শুধু জল আসে দু নয়নে।


কতদিন হয়ে গেল তোমায় দেখি না,
বলেছিলে যে আসবে, ফিরে... আর তো এলে না?


কত গেল দিন বর্ষ মাস ও সপ্তাহ,
মন তবু ছাড়েবে না তোমার আগ্রহ।


অপেক্ষা অপেক্ষা শুধু অপেক্ষা করি আমি তোমার,
করি ততদিন, যতদিন বেঁচে থাকবে এই মন আমার।


অপেক্ষা করিও না গো, তুমি ফিরে এসো কৃপা করে,
আগের মতো যতনে রাখব আমি তোমায় ধরে।


আর ফিরতে হবে না যদি ভুলে থাকো,
সুখে থেকো, ভালো থেকো, আমাকে নাই বা মনে রেখো।


ভুলে যদি যাও ডাকবো না গো তোমায়,
হারিয়ে যাবো তো আমি মানুষের ভিড়ে, খুঁজে পাবে না আমায়।