আমি হলাম এক আগন্তুক
সমুদ্রের পাড়ে একা বসে,
দেখি চোখের পাতা পলকে
ঢেউয়ের অংক গুনি কষে।


কেউ কাছে টানেনি আমায়
সারা জীবন চলছি একা,
আশায় থাকি আমি সুখের
একদিন কি পাব দেখা?


সমুদ্র আমার এক বন্ধু
তার কাছেই বসে থাকি,
কি জানি কাকে মনে পড়ে
চঞ্চল হচ্ছে মন পাখি।


এমনি একা কাটে সময়
সুখের আশে থাকে মন
দেখে সমুদ্রের নোনা জল
ভাবি কোথায় সব আপন জন।


সুখ তুমি আসবে কবে?
আমায় শান্তি দিতে,
ঢেউ গুলো হচ্ছে দীর্ঘপ্রায়
মোরে বিলিন করে নিতে।