আমি জানালার কাচ দেখি চোখ মেলে চেয়ে
পড়ছে মেঘের ফোঁটা জল বেয়ে,
আমি হৃদয়ের কাচ দেখি না তো চোখ দিয়ে
সেখানে জলের ধারা আছে ব্যথা নিয়ে।


আমি আকাশের পানে দেখি পাখি উড়ে সাথী সনে
তা দেখে জোয়ার আসে এই মনে,
আমার মনের পাখি চায় খোলা ডানা মেলতে
ভালোবাসি সাথি আমি এই কথা বলতে।


আমি সাগরের দিকে চেয়ে দূর পথচলা শেষে
ঢেউ কেন তীরে এসে পড়ে ভালোবেসে,
আমার হৃদয় চায় তুমি ধরো  জড়িয়ে
প্রখর রোদ্রে বট ছায়া পুরো ছড়িয়ে।