ওঠো ওঠো চেয়ে দেখো আজ নব প্রভাত,
চলো এক হই মোরা ভুলে সব বিবাদ।


মিলে-মিশে সুখে-দুখে একি সাথে চলি ,
প্রতিবেশী হয়ে রবো দেবো নাকো গালি।


হাতে হাত রেখে পাড়ি দেব দূর দেশ,
যেথা যাই,যেথা থাকি ধরা তব স্বদেশ।


নর-নারী মিলে গড়ি শুভ্রতা সমাজ,
মুছে ফেলি মন্দতা দিয়ে শুভ কাজ।


এক বট গাছ তলে করি সবে বাস,
ভালোবাসা শুধু আছে, নেই উপহাস।


দিন যায়,রাত যায় তবু রই সাথে;
উঁচু-নিচু,আঁকা-বাঁকা হেটে যাই পথে।


যত দিন বেচে মোরা আছি এই নীড়ে,
কভু হব না ছিন্ন গেলে মরা তীরে।


এসো তবে শপথের সুরে রচি ভালোবাসা,
মুছে দিয়ে ভুল-ত্রুটি পুষ্পিত করি আশা।।