অতীতে আমার ছিল সোনালি রজনী
তখন মনেতে ছিল ভাবনা সজনী,
আমার দিবস হয় উদাসী নি:জীব
জীবনের প্রান্তে এসে হারালো সজীব।


কিভাবে ফেরাবো আমি মনেতে আগুন
মাঘ শীতে থাকি একা আসেনা ফাগুন,
একবার যদি বুঝো অবুঝের ডাক
নড়ছে না ঠোট তবু ব্যকুলতা হাক।


পাগল হৃদয় নিয়ে থাকবো কি করে?
ছেড়ে দিয়ে দেহ আমি মন আছি ধরে,
তোমার আকাশে সুখ বৃষ্টি হয়ে ঝরে
আমার ভঙ্গুর হিয়া একা কেঁদে মরে।