তুমি দেখতে জোড়া শালিক মনের মতো
এতে নাকি তোমার দিন সুন্দর যেতো।
আমি এখন দেখি জোড়া কাক, কুচকুচে কালো
তুমি চলে গেছো ছেড়ে না বেসে ভালো।
আমি জোড়া শালিক খুজে পাই না কাছে
আমার শালিক তুমি, অন্যের সাথে জোড়া আছে।
থাকো সুখে তুমি জোড়া শালিক নিয়ে
আমার প্রেম থাকে জোড়া কাক দিয়ে।
তোমার সংসার হয়েছে, জোড়ায় খাও খাবার
আর আমি কাক হয়ে আবর্জনা খুটি এবার,
রোদ্র বৃষ্টিতে আশ্রয় নাও জোড়া শালিক
তোমরা মাথার উপড় ছাদের মালিক,
কিন্তু আমি যে কাক ভালোবাসি, ছাদ নেই
রোদে-মেঘে নিজেকে কে পালকের ছাউনি দেই।
তোমার ঐ ইট বালির দেয়ালে সব আছে অনুভুতি ছাড়া
আমি খুশি ভালবাসা নিয়ে বেঁচেও কিংবা গেলেও মারা।