ভেবেছিলাম তোদের হাত আমার হাতে রেখে,
পাড়ি দেবো সুদূর পথের বাকে,
কিন্তু হায়, আমার হাত কি তোদের হাতের ভার বহন করতে পারে!
মাঝে মাঝে ভাবি, আমি কি তোদের যোগ্য ছিলাম?
সে যাই হউক, আমি সব সময় মানিয়ে চলতে চেয়েছি,
কিন্তু আমি ব্যর্থ।
আমার মনের সিংসাসনে তোদের বসিয়ে ভাবি,
তোদের কাছে কি মুখ ফুটে কিছু বলতে হবে নাকি!
তোরা তো আমার মুখ দেখেই মনের কথা বুঝবি, তাই না?
কিন্তু হায়! হাতে হাত রেখে পথ চলছি ঠিকি, সে আমার দেহচ্ছবি,
অভিমান করিস না বন্ধু, ভেবে দেখিস;
তোরা এতো দ্রুত হেঁটে যাচ্ছিস যে, আমার আবেগী অন্তর টা পেছনে পড়ে গেছে।