আজি আষাঢ় আসিল এমন ধারায়
নাচের তালে তালে এলোচুল খুলে,
কালো মেঘ আড়ালে কবরী দুলায়
হাসির বিজুরী হানি আকাশের গায়।

মেঘবরণ কণ্যা কাঁকনে রব তুলে
লুটোপুটি খায় সবুজ পাতায় পাতায়।
ডমরুর দ্রিমি দ্রিমি ঘন ঘন গর্জায়,
তৃষিত তরুলতা সব বাধা ভুলে,
তার তাপিত মূর্ছিত দিন গতপ্রায়।

ছলছল উচ্ছল আননে সে ভালে,
তার সজল সমীরণ সিঞ্চিত শাখে,
ভ্রমর ভ্রমরী তান গুনগুন তোলে
বন বিটপীর আজি হৃদয়  দোলে।

মকমকি দাদুরী, দয়িতাকে ডাকে।
রামধনু রঞ্জিত পেখম সাজ খুলে,
কেকা ধ্বনি মাতোয়ারা কদম্বতলে।
নবীন রসঘন প্রকৃতি,বরষার জাঁকে
হরষিত হরবোলা হরেক ফল ফুলে।।
==================