শীত পড়েছে বেশ জাঁকিয়ে পাহাড় তলি
ঘিরে,
বাচ্চা বুড়োর হাড় কাঁপিয়ে গাছের পাতা
নড়ে।
সকাল সকাল শয্যা ত্যাগ কী ভীষন যে
কাজ,
ডাকলে কেউ বুকের মধ্যে পড়ে যেনই
বাজ।
গরীব গুর্বো মানুষ গুলো মাথায় দিয়ে
হাত,
ভাবতে থাকে কেমন করে করবে দিনা-
তিপাত।
না আছে তার গরম কাপড় শীতের সঙ্গে
লড়াই,
হয়নি বন্ধ ফাঁক ফোঁকর জানালা দরজা
সারাই।
রাত বাড়ে তো শীত বাড়ে বুড়ো হাড়ে
হিম,
ঘরের মেঝেয় ঘুঁটের আগুন করবে অথঃ
কিম?


নিঝুম রাতে নীল আকাশ পটে লক্ষ তারার মেলা,
চাঁদের বাওয়া আকাশ গাঙে ভাসিয়ে দিয়ে ভেলা।
শীতের পরশ আলতো চুমো ঘাসপাতার
মুখে,
শিশির সিক্ত সজীবতা ভরছে তাদের
বুকে।
লক্ষ চাঁদের মাণিক জ্বলে প্রতি পাতায়
পাতায়,
কোজাগরে আজ দেখার লাগি প্রকৃতি
খেঁড়ো খাতায়?