কাঁপছে সদাই বঙ্গ,
ভোটের বাদ্যি যন্ত্র,
উছাস শরীর তন্ত্র,
লড়তে ভোট জঙ্গ।

কে দিছে কার সঙ্গ?
জপছে কি বা মন্ত্র?
মানুষ আজি ত্রস্ত,
কে দেবে রণে ভঙ্গ?

সকাল থেকে সন্ধে
চা দোকানে চকে,
বাজার কিম্বা রকে
কথায় ভালো মন্দে।

রাজনীতির ই গন্ধে,
কত কিছুই যে বকে,
পার্টি অন্ধ সমর্থকে
উচ্চ নীচ ছন্দে।

বাতাস এখানে রঙিন
রাখতে এলাকা জারি,
রাস্তায় সারি সারি
পতাকা যেন সঙিন।

বাঙালি স্মৃতি মলিন?
শুধু সময় যন্ত্রে চড়,
তাদের কারবার স্মর,
করেছে জীবন মসৃণ?

মানুষকে বোকা বানিয়ে
ফেলে রেখে তাকে নীচে,
স্বপ্ন কে দেয় বেচে
বাক্যবাণ শুনিয়ে।

একথা দেয় জানিয়ে
রইবে নাকো পিছে,
ডাকছে তারা যেচে
আনতে ভোট ছিনিয়ে।

মিটিং মিছিলে জনতা
দুর্বার বেগে ছোটে,
ভাগিদারী ভোটে জোটে
দেখাতে নিজের ক্ষমতা।

নেতা নেত্রীদের ভণিতা,
আসল কাজেতে ফাঁকি,
ঠকেও শিখি না ঠকি,
ঢঙীদের ঢঙের কেতা।

কোথায় বাঙালি গর্ব?
মগজ- অস্ত্র শক্তি?
শানিত বুদ্ধি যুক্তি
হয়েছে আজি খর্ব।

বিকিয়ে দিয়ে সর্ব
শুধু রাজনীতি ভক্তি!
ঘটবে বাঙালি মুক্তি?
না! জীবন যুদ্ধে লড়ব।
=================[[