বহুদিন হলো স্বপ্ন দেখি নি
তোমার যাওয়া-আসা আজ নেই।
রাস্তার সেই লেমপোষ্ট খানি আজ
অপেক্ষা করেছে তোমার পায়ের শব্দের।
নিশ্চুপ আমার জানালা খানি আজ
বাতাস বয়ে আনে বাগান থেকে।
বহুবার তুমি এসে দাঁড়াতে এখানে
পাশের বাগানের কৃষ্ণচূড়া গাছটি দিকে তাকিয়ে।।


কতবার আমি বলেছি তোমায় কাজরী
বন্ধ করো জানালা ঠান্ডা বাতাস বয়ে আনে।
অবাধ্য তোমার ছোট্ট হাসির মাঝে
আমি বদ্ধ ছিলাম তোমার বাঁধন তখন মানতে।
আজ আমি একা জানালার পাশটাতে
মাঝে মাঝে ভেসে উঠে তোমারি ছবি।।


কত হাসি গান স্বরলিপি ভরা এই জীবন
পাল্টে গেল আমার থেকে।
পাল্টে গেলে তুমি ও আজ
পুরনো স্মৃতির মাঝে নতুন কে ভালবেসে।।


স্মৃতি আঙিনা আজ ও খোলা
ফেলে আসা শহর গলি আজ ও খোঁজে।।