নীলিমা,


তোমাকে দেখার পরে-


বদ্ধ হৃদয় কোটরে আজ বাসা বেঁধেছে নারী প্রেম,


শোভিত যৌবণ কামনার গুঞ্জনে শোনালো


অভিসারের গল্প ; খুবই সংগোপনে,


জোৎস্নালোকে লিখা কাব্যেরা-


জোনাকি বেশে ফিরে এসেই সহসা


অপূর্ণ চোখে গেঁথে দিল স্বপ্নের মঞ্জরী।



নীলিমা,


তোমাকে দেখার পরে-


তৃষ্ণিত নয়নে ভর করে যত আঁধার অবসাদ,


চরম অবাধ্য অধর যুগলও তোমাকে দেখে


শিষ দিয়ে উঠতে চায় নির্লজ্জ বখাটের মত,


অতঃপর শীতল বক্ষপিঞ্জরও পেতে চায় অবিরাম


তোমার উষ্ণ বুকের বেহিসেবী আলিঙ্গন।



নীলিমা,


আজ তোমাকে দেখার পরে-


মর্মকোণে লুকায়িত তপ্ত ব্যাথাগুলো


ঝাঁঝালো নেশায় খুঁজে ফেরে প্রশান্ত জলাশয়।


রক্ত গোলাপের নিরব ক্রন্দন বুকে নিয়ে


অতৃপ্ত প্রেমিক আত্মার বেঁচে থাকার ইচ্ছেটা


দীর্ঘ থেকে আরও একটু দীর্ঘতর হল আজ-


শুধুই তোমার জন্য নীলিমা।