কবিতা, তোমার জন্য-
আমি একটি আকাশ বানাবো
স্বার্থ ভরাট বুকের নিরাবেগ আকাশ
শুভ্র নীল রং আবীর রূপে ঝরে পড়ে
রাঙাবে তোমায়;আমি হয়তো থাকবো না!
তুমি মেঘেদের সাথেই খেলে নিও হোলি।


ভেবোনা ঐ নীল রং গড়া বেদনার আঁচে
বেদনার নীল ঢেকে দিবে রঙিন স্বপ্নেরা
এলোমেলো ইচ্ছেগুলো ওড়াউড়ি করে
যাবে যে যার মত;তুমি না হয় কিছুক্ষণ
ঘুঁড়ি উড়িয়েই সঙ্গ দিয়ে যাবে ওদের।


তারা হয়ে জ্বলবে আমার প্রিয় মুখগুলো
তুমিই না হয় থেকো পাশে ধ্রুবতারা হয়ে,
কষ্ট গুলো মেঘ রূপে জমা হবে ঈশান কোণে
কবিতা হয়ে ঝরে পড়ে ওরা কাঁদাবে তোমায়।
অনুভূতির শিকল ছুঁয়ে তুমিও এসো, কবিতা-
প্রতীক্ষায় আছি চাঁদ হয়ে আমার আকাশে।