বেশ! আমায় না হয় একটুও ভালবাসোনা।


দোলা দেয় যখন তোমার এলোকেশ কোনও উদাস পূরবী হাওয়া,
আঙুলে জড়িয়ে খোলা চুল যখন খেলে যাও কোনো মেয়েলী খেলা।
যখন আলতা রাঙা পায়ে হেটে যাও গ্রাম্য মেঠোপথ ধরে,
চন্দ্রালোক যখনি আছড়ে পরে ঐ চাঁদমুখের সুষমা লয়ে।


পুলকিত হৃদে একবারও কি স্মরণে আসি প্রিয়?
নাকি একটুও মনে পড়ে না এই আমাকে?


যখন নিশ্চুপ সংগোপনে নিরব থাকো লজ্জারাঙা বদনে,
বৃষ্টিধারা অঝোরে ঝরে যায় যখন ক্লান্ত আকাশের হৃষ্টপুষ্ট কান্না হয়ে।
যখন তোমার বাড়ির আঙিনায় ফুঁটে থাকে রক্তপলাশ আর রাতের শিউলীরা,
তোমার সাথে যখন লুকোচুরি খেলে যায় লুকায়িত বাসনার গোপন স্বপ্নেরা।


তখন কি স্মরণে আসি প্রিয়?
নাকি একটুও মনে পড়ে না?


কাঠফাটা চৈত্রের যুগল বন্ধনেও যখন তোমার হাসিতে মুক্তা ঝরে,
শীতের হিম-বায়ু যখন শিহরণ জাগায় তোমার শরীরে।
যখন আলোকের বিপরীতে পিছু পিছু হেটে যায় তোমারি ছায়া,
ভোরের শিশির যখন ভিজিয়ে দেয় তোমার নগ্ন পা,


প্রিয়া, অবহেলে তখন একটিবার স্মরণে আসি কি?
নাকি একদমই মনে পড়ে না?