যতবারই মুছতে চেয়েছি-
আমার স্বপ্ন খুনের রক্ত,
ততবার, ঠিক ততবারই-
আমার আশেপাশে হেঁটে বেড়িয়েছে,
বৈরী সময় !!!


আমি টের পাই, কিন্তু করার থাকেনা কিছুই!
আমার অতীত : আমার অস্তিত্ব,
সবাই বন্দী আড়ষ্টতার কারাগারে!


আমি স্বপ্ন গুলো বেঁচে ফিরতে চায়,
হতে চায় হৃষ্টপুষ্ট,
কিন্তু হয়ে উঠে না!
স্বপ্ন খুনের রক্তে হোলি খেলি নিজেই!


পথের বাঁকে বাঁকে খুঁজে বেড়াই একটু স্বান্তনা,
না, ওটা অলীক পৃথিবীর অবাস্তব কল্পনা হয়তো,
ওরা ঝরে গেছে অনেক আগেই, কোন কাক ডাকা ভোরে!


নিশীথের অন্ধকারে খোলা জানালায়,
কতই খুজেছি সেই হৃষ্টপুষ্ট স্বপ্নদের!
হয়তো ওরা মরে গেছে,
কখনোই ফিরবেনা আর-
কথার ডালি নিয়ে!


অবশেষে মৃত্যু হল আমার অস্তিত্বের,
গড়েছি স্বপ্নের সমাধি!
তাই এখন আর স্বপ্ন দেখা হয় না,
দেখিও না! দেখতে ইচ্ছে ও করে না!