বছরের আবার নতুন!
মানে মানে ফুটে পড়ুন।
                   দেশের চেহারা করুণ,
কাল বিলম্ব না করে উদর পূর্তি করুন।


গ্রেগরীয় নববর্ষ,
শুধু আনন্দ-হর্ষ;
উদযাপন? সে হবে, আগে এসে বসুন;
   রাম খেয়ে উচ্চশব্দে বলি-টলি শুনুন।
     এসব নাকি এখন নতুন কৃষ্টি!
তবে কি এদের মগজ বৃথাই সৃষ্টি?
         পটকা বাজে, ঠাস-ঠুস শব্দ তার শুনি,
আতশবাজী করতে গিয়ে আবাল সাজে মানী।
বাজে "ইয়ারা ইয়ারা... মাস্তি মাস্তি" ভিনদেশি ধ্বনি,
        এর মাঝেই পেয়েছে তারা স্বর্ণ বা হীরক খনি।


                                           জানুয়ারি ০১, ২০১৭
                                                     রাত ১২:০২


আবার আসছে নববর্ষ, ২০১৮, পুরনো কবিতা দিয়েই চালিয়ে দিলাম...