গল্প হয় না, কবিতা হয় না, তা-ও সে ব-হু-দি-ন!
        গল্প দিয়েছে আত্মহুতি, কবিতা ভুলেছে পথ...
    সোমবার থেকে রোববার, প্রতিদিন তোমা-হীন,
তোমা-হীন নেই সৃষ্টি, নেই সুখ, জীবন এখানে শ্লথ।


বৃষ্টি দেখে আমি উতলা হই না,
বৃষ্টি দেখে কবিতাও আসে না।
আমার কবিতা আসে বৃষ্টি শেষে,
        যখন ফুরিয়ে যায় ঝিরঝির বাতাস,
থাকে কেবল প্রকৃতির, মানুষের হা-হুতাশ।


আমার গল্প, আমার কবিতা কেবল আমার কথাই বলে,
                      সেখানে নেই মেকি, মিথ্যে কথার, মিথ্যে আশার ফুলঝুরি।
আমার সৃষ্টি খোঁজে সেই "তোমা"কে, থেকেছে যে বিহ্বলে-
আমার মননে, যে আমারই স্বত্ত্বা, যার হাতে নাটাই, ধরে রাখে যে সৃষ্টির ঘুড়ি।
আমার আমিতেই তাকে সুখ খুঁজে ফিরি, মাতি সৃষ্টি সুখের উল্লাসে।
আমরা দু'জনে আসলে একই, একীভূত হই মন আর মননে,
       হামেশাই ফেলি হারিয়ে তাকে, হাতড়িয়ে ফিরি - "কাঁহা সে?"


                                                                    জুন ১২, ২০১৭