গ্রেগর সামসা, তুমি নর্স-জার্মান
যা-ই হও না কেন, ফিরে সেখানেই যাবো।
তুমি কি জানো, এ হৃদে হয়েছে ফরমান,
"মাথা উঁচিয়ে পোকা হয়ে যাব, হব ছারখার,
হব না তবু কুটিলের কাছে ন্যুব্জ ফরমা-বরদার"?


যদি একদিন ঘুম ভেঙে দেখি,
                  হয়ে গেছি কোনো কীট।
অবাক হব না, ডানায় আলোক মাখি
যাবো উড়ে কোথাও, রোম কিংবা ক্রীট।


গ্রেগর সামসা, তুমি কি কেবলই পোকা হয়েছ?
খুঁজে কি পাওনি সত্য? নাকি ভেবেছ সবই শেষ?
       ভুল তুমি ভুল, অতি অল্পেই হার মেনেছ।
                          এই তো সবে শুরু,
পোকা হয়ে থাকো চুপচাপ, দেখবে সবেরে বেশ।


            প্রিয় কাফকা, তুমিই কি তোমার পোকা?
জেনে রেখ, সব খেলা শেষে অবশেষ থাকে ধোঁকা।


এপ্রিল ০১, ২০১৭


[কাফকা'র "Metamorphosis" পড়ে পুরো মাথা কাফকাময় হয়ে ছিল, এই তার প্রতিক্রিয়া]