নাইয়র গেলা বধু আমার
একলা আমি ঘরে।
ক্ষণে ক্ষণে বধুর কথায়
শুধু মনে পড়ে।
লাল শাড়ি আর নীল শাড়িটাও
রইল আমার পাশে,
তাই দেখে যে বধু আমার
দুঃখে পরান হাসে।
বাদঁল রাতে একলা খাঁটে
ঘুম কি বলো আসে ,
শুইলে খাঁটে ঘুম লাগে না
তাই রয়েছি বসে।


কত তোমায় বাসি ভালো
কত যে মন কাদে,
থাকলে পাঁশে এই দিনেতে-
না জানিতাম তবে
কবে তুমি আসবা ফিরে
বলবে ভালোবেসে,
লক্ষি সোনা ঘুমাও তুমি
এইতো আমি পাঁশে।


এবার তুমি আসলে বাড়ি
আর দেব না যেতে।
ভাসবো তোমায় অনেক ভালো
সকাল,দূপুর ও রাতে।
ভাবছো তুমি বলছি কি সব
লাজ,শরম নাই মোটে,
সত্যি প্রিয়া দেখবে তুমি
পাইনা আগে বাঁটে।
দুষ্টমি আর ঢংই বলো
আসছে না আর কাজে,
ভালো তোময় ভাসতেই হবে-
যতোই মরো লাজে।