তুমি কি স্বাধীন বাংলাদেশ....?
ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত প্রিয় স্বদেশ।
তবে কেন আজ ও রক্ত ঝরে তোমার বুকে।
কেনো হারায় নিরীহ প্রাণ অকাতরে..
সকালের সুর্য আর রাতের আকাশের তারাদের ভিড়ে।
কে দেখবে তোমার চির সবুজ বুকে জমে থাকা সুন্দর্য।
আমি আজ ও খুঁজে পাই সেই পাক সেনাদের ছায়া।
শুনি নিরীহ মানুষের বেঁচে থাকার আর্তনাদ।
আমি বাঁচতে চাই,বাঁচতে চাই বলে তারা কাঁদছে।
শাসনের নামে শোষনের হাত থেকে আমি বাঁচতে চাই।
আমি সুন্দর আগামী দেখে যেতে চাই।
ভোরের আকাশের রক্তিম সুর্যোদয় কে বলে যেতে চাই..
এই আমার স্বপ্নের সকাল..।
এই আমার জন্মভুমি ।
এই আমার প্রিয় স্বদেশ,,