-- ২৩ সেপ্টেম্বর ২০১৬
ভর দূপুর মাথার উপর পূর্ণহাসিমাখা রোদ
আকাশে সাদা মেঘ যেন কাঁশবনে দূর বহুদূর
বিশ্ব সাহিত্যকেন্দ্রের ছাদে আমি
একা নই, প্রেয়সী আজ আসেনি-
কবিবন্ধু সহ তিনজন সাহিত্যপ্রেমী।


সাহিত্যপ্রেম আমাদের দূপুরের
আহারের পর বিশ্রাম নিতে দেয়নি।
গুটানো টেবিল চেয়ার আমাদের অপেক্ষায়!
শরতের ফুলসহ গাছপালা
যেন এক বাগান বিলাস।


সামান্য একটু আধো ছায়ায় বসলাম-
বেশ গরম লাগছে।
হঠাৎ শরতের বাতাস বইলো
তপ্ত হৃদয়ে শরতের দোলা লাগলো।
কবি বন্ধুদের জন্য অপেক্ষা-
আজ সাহিত্যের ছোট কাগজ "এবং মানুষ"
৫ম সংখ্যার উন্মোচিত ছাদে মোড়ক উন্মোচন।


ধীরে ধীরে রোদ্রের তাপ কমছে-
কবিতা প্রেমীদের সরব উপস্থিতি- কুশল বিনিময়।
দূপুর গড়িয়ে বিকেল মেঘ্লা আঁকাশ
শরতের বাতাস মাথায় হাত বুলিয়ে আদর
"এবং মানুষ" এর মোড়ক উন্মোচন
ময়ূখ আড্ডা পত্রিকা বিলি
কবিতাপ্রেমীদের শরতের কবিতা পাঠ।


চা চক্র বিকেল গড়িয়ে সন্ধা-
ফটোসেশন ভালোলাগা ভালোবাসা
এবার গোল টেবিলের পরিবর্তে
কবিদের বৃত্ত বলয়-রাতের আকাশ
ফুলেল গাছপালা-শরতের বাতাস।
শরতের প্রানবন্ত আলোচনা
শরৎ উপাক্ষান বোধন
আমরা সবাই সবার আপন।