তোমার প্রত্যাশা ছাড়িয়ে বহুদূরে
আমার অবস্থান।
চলমান জীবনে যা কিছু দৃশ্যমান 
তার সবই কি সত্য?
সামনে থাকা সূর্যকে যতটুকু আলো 
দিতে দেখ;
আঁধারে নিক্ষিপ্ত হলে মোমবাতিকে
দেখ না ততটুকু আলো দিতে;
নিঃশব্দে জ্বলে পুড়ে 
নিঃশেষ হতে।


আমার যেটুকু আলো -- উজাড় ক'রে 
দিলাম তোমায়।
তোমার অগোচরেই তোমাকে 
আগলে রেখেছি;
বোঝনি তুমি আমার কিসে দুঃখ,
কিসে সুখ!


মরুর বুকে প্রবল খরা
তপ্ত নিঃশ্বাস পড়েনা ধরা।
আমার পাথর সময় আমারই থাক,
মেঘগুলো সব তোমার হ'ল --
বারিধারায় ক'রে সিঞ্চন
আবাদি হোক তোমার
অনাবাদী বুক।