চাকরিটা ছেড়ে দেবো আমি 'অবন্তি'
উঠে গেছে তোদের উপর থেকে ভক্তি ।
পেয়ে যাই যদি তোর কাছ থেকে মুক্তি
থাকবেনা মনেতে দুঃখ মোর, একরত্তি ।
জেনে রাখিস তুই !
অন্যরূপে জীবনটাকে গড়ে নেবো তিনসত্যি ।
ফুল নদী,স্বপ্ন,প্রেম ভালোবাসা-
যা ছিল সব,ভুলে যাবো ক্রোধ-সম্প্রীতি,
চাকরিটা ছেড়ে দেবো আমি সত্যি ।
আমায় নিয়ে যে যাই করুক কটূক্তি,
নেই !নেই ! চাকরিতে মোটেও আসক্তি ।
ধরালয়ে যা কিছু সব হয়েছে প্রাপ্তি,
হোক তব হোক !এটাই মোর ,
পথ চলার মুল শক্তি ।
জীবনের সাথে প্রাণ সখ্যতায়
হলো ওরে আমার মূল্যবোধের চুক্তি ।