বই তুমি পড়বেই তো
এ ছাড়া তোমার চলবে না'কো।


বই জ্ঞান লাভের উত্তম পন্থা,
না পড়িলে ভাল বই
নিজের পায়ে নিজেই মারিবে খন্তা।


সব বই তুমি পড়বে নাতো
যে বই তোমায় দেখায় না ভয়,
সে গুলো বই-ই নয়।


ঘোড়ার যদি না থাকে লাগাম
রাখবে না ঘরের, একটাও খাম।


যদি হও ভয়হীন,
দূঃখ থাকবে সীমাহীন।


যে বই দেখায় ভয়
যুগে যুগে আবার শান্তির পথও দেখায়।


ভাল যদি থাকতে চাও
ঘোড়ার তুমি লাগাম লাগাও।