তোমাদের প্রান সংহারী যে বুলেট
তার বিস্ফোরনের শব্দেই তো
ভেঙ্গেছে আমার ঘুম,
বুকের মধ্যে এখনও----
সেই শব্দই শুনতে থাকি অবিরল ;
তাছাড়া-----
আমিতো ঘুমিয়েই ছিলাম এতোদিন ; খুব অচেতন ।


তোমাদের আবিস্কৃত অ,ক,আ,ই--তো
কথা বলতে শিখিয়েছে আমাকে মাতৃভাষায়
শিখিয়েছে ভালো কে ভালো বলতে,
মন্দ কে মন্দ ;
তাছাড়া-----
আমিতো বাকরুদ্ধই ছিলাম চিরকাল ।


লাল রক্ত দিয়ে যে সবুজ বনানী গড়া যায়
এটাতো তোমরাই প্রমান করেছো----
রক্ত দিয়ে, জীবন দিয়ে ;
তাছাড়া-----
আমিতো নিজের রক্তের রঙও চিনতাম না এতোদিন ।।