সাদা, নীল আর সবুজেতে মোড়া
স্বপ্ন উপত্যকা,
ঠিকানা তার সিন্ধু নদীর তীর,
কখনো সে টিউলিপ- কখনো ভয়ংকর
মায়াময় ভূস্বর্গ কাশ্মীর।


আজানে তে হয় ভোর
-সন্তুরের সুরে রাত
হাসিমুখে রোজ নতুন লড়াই লড়ে,
কচিৎ কুচকাওয়াজ,
পায়ে পায়ে ক্যামোফ্লেজ, জানায়
ক্ষত সব শুকায়নি এ শহরে।


আপেল বাগান, কেশরের ক্ষেত,
ঝিরিঝিরি নদী বেয়ে
ভোরের আলোয় যাত্রা লাগায় মেষপালকের দল।
স্কুলের ঘণ্টা বাজে, বিকেলের হাট সাজে
সাঁঝের বাতিতে মেহরাজ ফেরে পায়ে নিয়ে ফুটবল।


আকাশভরা তারা, যেদিকেতে যায় চোখ
ডাল লেকেতে শিকারা ভ্রমণে পর্যটকের ভিড়।
পেহেলগমেতে রাত, বাঁধভাঙা মাহনুর
জান্নাত এ জাহান কাশ্মীর।